Saraswati Puja Pushpanjali Mantra

🌼 পুষ্পাঞ্জলি থেকে প্রণাম: সরস্বতী পূজার সম্পূর্ণ মন্ত্র 🌼

সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি ও প্রণাম মন্ত্র ২০২৬ | Saraswati Puja Mantra Lyrics

বিদ্যা দেবীর আরাধনায় ভক্তি ও সমর্পণের পূর্ণাঙ্গ পাঠ


১. পুষ্পাঞ্জলি মন্ত্র (শুরুতেই মা-এর আহ্বান)

ওঁ ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যাস্থানেভ্যঃ এব চ ।
এষ সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ ঐং সরস্বত্যৈ নমঃ।

উচ্চারণ: Om Bhadrakalyei Namo Nityam Saraswatyai Namo Namah.
Bed-Bedango-Bedanto-Bidyasthanebhyo Ebo Cho.
Esho So-Chondono Pushpo-Bilwapotranjalih Oing Saraswatyai Namah.

বাংলা অর্থ: ভদ্রকালী ও সরস্বতী দেবীকে নিত্য প্রণাম জানাই। বেদ, বেদাঙ্গ, বেদান্ত ও সমস্ত বিদ্যার আধার স্বরূপিণীকে প্রণাম। এই চন্দনযুক্ত পুষ্প ও বেলপাতার অঞ্জলি মা সরস্বতীকে নিবেদন করছি।

২. প্রার্থনা মন্ত্র (হাতে হাত রেখে)

ওঁ যথা ন দেবো ভগবান্ ব্রহ্মা লোকপিতামহঃ।
ত্বাং পরিত্যজ্য সংতিষ্ঠেৎ তথা ভব বরপ্রদ ।
ওঁ বেদাঃ শাস্ত্রাণি সর্ব্বাণি নৃত্যগীতাদিকঞ্চ যৎ।
ন বিহীনা ত্বয়া দেবী তথা মে সন্তু সিদ্ধয়ঃ ।
ওঁ লক্ষ্মীর্মেধা ধারা তুষ্টি গৌরী পুষ্টিঃ প্রভা ধৃতিঃ।
এতাভিঃ পাহি তনুভিরষ্টাভির্মাং সরস্বতী ॥

উচ্চারণ: Om Jotha No Debo Bhogoban Brahma Lokopitamaho.
Twam Porityojyo Songtisthet Totha Bhobo Boroprodo.
Om Bedah Shastrani Sorbani Nrityogitadikoncho Jot.
No Bihina Twaya Debi Totha Me Sontu Siddhayo.
Om Laxmirmedha Dhara Tusti Gouri Pusti Probha Dhriti.
Etabhi Pahi Tonubhir-ostabhir-mam Saraswati.

বাংলা অর্থ: হে দেবী, জগৎপিতা ব্রহ্মা যেমন তোমাকে ছাড়া অবস্থান করেন না, তুমিও আমাকে সেরকম বর দাও (আমার সাথে থেকো)। বেদ, শাস্ত্র, নাচ-গান যা কিছু আছে, তোমার দয়া ছাড়া কিছুই সফল হয় না; আমার সেই সিদ্ধি লাভ হোক। লক্ষ্মী, মেধা, ধরা, তুষ্টি, গৌরী, পুষ্টি, প্রভা ও ধৃতি—তোমার এই আটটি রূপ দিয়ে আমাকে রক্ষা করো।

৩. মূলমন্ত্র জপ (ধ্যান)

ওঁ বদ বদ বাগ্বাদিনি স্বাহা।

উচ্চারণ: Om Bodo Bodo Bagbadini Swaha.

বাংলা অর্থ: হে বাগদেবী (বাণীতে অধিষ্ঠানকারী দেবী), তুমি আমার কণ্ঠে কথা হয়ে ফুটে ওঠো। তোমাকে আমি সমর্পণ করছি।

৪. প্রণাম মন্ত্র (সমর্পণ)

ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তু তে ॥

উচ্চারণ: Om Saraswati Mahabhage Vidye Komolo-lochone.
Bishwarupe Bishalakhi Bidyam Dehi Namohostu Te.

বাংলা অর্থ: হে মহাভাগ্যবতী জ্ঞানময়ী দেবী সরস্বতী, তোমার চোখ পদ্মের পাপড়ির মতো সুন্দর। হে বিশ্বরূপা বিশাল নয়না দেবী, আমাকে বিদ্যা দান করো, তোমাকে প্রণাম জানাই।

৫. স্তোত্র পাঠ (শৈশবের সুর)

জয়জয় দেবী চরাচর সারে।
কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে।
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।

উচ্চারণ: Joy Joy Debi Coracoro Share.
Kucjugosovito Mukta Hare.
Binaranjito Pustoko Hoste.
Bhagoboti Bharati Debi Nomohostute.

বাংলা অর্থ: হে চরাচর জগতের সার দেবী, তোমার জয় হোক। গলায় মুক্তোর হার শোভিত, হাতে বীণা ও পুস্তক—হে ভারতী দেবী (বাণীর দেবী), তোমাকে বারংবার প্রণাম।

✨ মা সরস্বতীর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক। শুভ সরস্বতী পূজা! ✨

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post